১৩০ মিলিয়ন ডলারের প্রজেক্টে সারা, কাজ ঘুরে বেড়ানো
বিভিন্ন দেশ ঘুরে বেড়ানোর ক্ষেত্রে বেশ নজির আছে ভারতীয়দের। এবার সে সুযোগই কাজে লাগাতে চায় অস্ট্রেলিয়া। দেশটিতে ভারতীয় পর্যটকদের টানতে দূতও নিয়োগ দেওয়া হয়েছে, যিনি অস্ট্রেলিয়ার নানা দর্শনীয় স্থান তুলে ধরবেন ভ্রমণপিপাসুদের সামনে।
পর্যটক টানতে অস্ট্রেলিয়ার সরকারের প্রচার কর্মসূচির নাম ‘কাম অ্যান্ড সে জি’ডে (গুড ডে)’। ভারতে এই কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারকে। কর্মসূচির আওতায় মূলত অস্ট্রেলিয়ার দর্শনীয় স্থান নিয়ে টিভি অনুষ্ঠান ও বিজ্ঞাপন বানানো হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৩০ মিলিয়ন মার্কিন ডলারের এই প্রচারণা কর্মসূচির উদ্দেশ্য ভারতীয়দের অস্ট্রেলিয়ায় ভ্রমণে উৎসাহিত করা, সেখানে সারার কাজ হবে, দর্শনীয় স্থান ঘুরে সেগুলোর ছবি ও নানা দিক ভ্রমণপিপাসুদের সামনে তুলে ধরা।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!