২১ নভেম্বর ২০২৫

‘জাইমা রহমানের পাশে আছি’, বললেন নীলা ইসরাফিল

Admin
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১১:৪৫ পিএম
শেয়ার করুন:
‘জাইমা রহমানের পাশে আছি’, বললেন নীলা ইসরাফিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জাইমার পাশে আছি—কারণ সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা।’

 

বুধবার (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ কথা লেখেন তিনি।

 

ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, ‘একজন নারী যখন নিজ আলোয় এগিয়ে যান, কিছু চোখ তখন সত্য মেনে নিতে পারে না। ব্যারিস্টার জাইমা রহমানকে ঘিরে যে মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচার চালানো হচ্ছে, তা শুধু ব্যক্তিগত আঘাত নয়—সমাজের মূল্যবোধের ওপরও এক নির্মম আক্রমণ।’

 

নীলা ইসরাফিল আরও লিখেছেন, ‘একজন শিক্ষিত, সম্মানিত নারীর চরিত্র হরণে যে অসৎ প্রচেষ্টা চালানো হয়েছে, তা আমরা ঘৃণা করি। জাইমার পাশে আছি কারণ সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা।’

আপনার মতামত লিখুন

0 comments
Sort by

মন্তব্য করতে লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!