২১ নভেম্বর ২০২৫

কলম্বোয় দিনশেষে লঙ্কানদের দাপটে ব্যাকফুটে শান্তরা

Admin
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১১:০৯ পিএম
শেয়ার করুন:
কলম্বোয় দিনশেষে লঙ্কানদের দাপটে ব্যাকফুটে শান্তরা

কলম্বো টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দিন শেষে সন্তুষ্ট থাকার মতো কিছুই দেয়নি। বৃষ্টি এবং আলো স্বল্পতায় সংক্ষিপ্ত হওয়া দিনের শেষে ৮ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ মাত্র ২২০ রান। বল হাতে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

 

টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশের বড় ইনিংস গড়ার স্বপ্ন শুরুতেই ধাক্কা খায়। ওপেনার এনামুল হক শূন্য রানে ফিরলে চাপ বাড়ে সফরকারীদের ওপর। এরপর একের পর এক ব্যাটাররা ছোট ছোট ইনিংস খেললেও কেউই বড় স্কোরে রূপ দিতে পারেননি। সবচেয়ে বড় রানটি আসে ওপেনার শাদমান ইসলামের ব্যাট থেকে—৪৬। লিটন দাস ৩৪, মুশফিকুর রহিম ৩৫ এবং মেহেদী হাসান মিরাজ ৩১ রানের ইনিংস খেলেন।

 

মাঝখানে এক ঘণ্টারও বেশি সময় বৃষ্টিতে খেলা বন্ধ থাকলেও শ্রীলঙ্কার বোলাররা দুই পাশেই আঘাত হানেন সমানতালে। সবচেয়ে বড় চমক দেখান অভিষিক্ত অলরাউন্ডার সোনাল দিনুষা। ৯ ওভারে মাত্র ২২ রান দিয়ে তুলে নেন দুই গুরুত্বপূর্ণ উইকেট—লিটন এবং মুশফিকের।

 

পেসার আসিথা ফার্নান্দো ও বিশ্ব ফার্নান্দো প্রত্যেকেই শিকার করেন ২টি করে উইকেট। স্পিনার রত্নায়েক নেন ১ উইকেট। দিনশেষে অপরাজিত আছেন তাইজুল ইসলাম (৯) ও এবাদত হোসেন (৫)। বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৮ উইকেটে ২২০।

 

প্রথম দিনের সংক্ষিপ্ত স্কোর:

  • বাংলাদেশ প্রথম ইনিংস: ২২০/৮ (৭১ ওভার)
  • উল্লেখযোগ্য রান: শাদমান ৪৬, মুশফিক ৩৫, লিটন ৩৪
  • শ্রীলঙ্কার সেরা বোলার: দিনুষা ২/২২, আসিথা ২/৪৩, বিশ্ব ২/৩৫
  • আগামীকাল খেলা শুরু: সকাল ৯:৪৫ (বাংলাদেশ সময় ১০:১৫)

প্রথম দিনে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে শ্রীলঙ্কা। বাংলাদেশের লক্ষ্য হবে ২৫০ ছুঁয়ে শুরুর লড়াইটা কিছুটা হলেও সমতা ফেরানো।

ট্যাগসমূহ: খেলাধুলা

আপনার মতামত লিখুন

0 comments
Sort by

মন্তব্য করতে লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!