২১ নভেম্বর ২০২৫

তবু তিনশ’ ছোঁয়া রান আফগানদের

Admin
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১১:০৭ পিএম
শেয়ার করুন:
তবু তিনশ’ ছোঁয়া রান আফগানদের

আবুধাবির উইকেটে শুরুতে ব্যাটিং সহজ হয়। টস জিতে আফগানিস্তান তাই ব্যাটিং করতে ভুল করেনি। প্রত্যাশা মতো ওপেনিংয়ে ৯৯ রানের জুটি পায় তারা। দ্বিতীয় উইকেটে আসে ৭৪ রান। এরপরই সাইফ হাসানের গোল্ডেন আর্মে ম্যাচে ফেরে বাংলাদেশ। মোমেন্টাম কাজে লাগান তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। কিন্তু স্লগে মোহাম্মদ নবীকে আটকাতে পারেনি বাংলাদেশ। তার ঝড়ে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান করেছে আফগানিস্তান।

মঙ্গলবার হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে একাদশে চার পরিবর্তন এনে বোলিংয়ে নেমে শুরুতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ দারুণ ভিত্তি দিয়ে ফিরে যান। ৪২ রানের ইনিংস খেলেন তিনি। বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম তাকে ফেরান। তিনে নামা সাদেকুল্লাহ আতাল ২৯ রান যোগ করে সাইফের বলে ফিরে যান। পরেই পার্ট টাইম স্পিনার সাইফ আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদীকে (২) আউট করেন।

ট্যাগসমূহ: খেলাধুলা

আপনার মতামত লিখুন

0 comments
Sort by

মন্তব্য করতে লগইন করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!